• Follow Us




কেজি শ্রেণির শিক্ষার্থী শাহরান সাফির পুরস্কার

তাযকীরুল কুরআন একাডেমির কেজি শ্রেণির শিক্ষার্থী শাহরান সাফির পায়রা সাংস্কৃতিক সংসদ, রংপুর এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তিনটিতে বিজয়ী হয়ে অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ শেষে তাযকীরুল কুরআন একাডেমির পরিচালক মহোদয়ের সাথে সেলফি। দোয়ার দরখাস্ত সবার কাছে। শুভকামনা সবার জন্য।