আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে- হাতের সুন্দর বাংলা লেখা প্রতিযোগিতা-২০২৪
সকলকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের শুভেচ্ছা। মহান এই দিবস উপলক্ষে- তাযকীরুল কুরআন একাডেমিতে র্যালি শেষে সকাল ১০:০০ ঘটিকায় সকল শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে হাতের সুন্দর বাংলা লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায়- প্লে গ্রুপ- স্বরবর্ণ রং করা, নার্সারী- স্বরবর্ণ সমূহ সুন্দর করে লেখা, কেজি- স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ হতে নির্ধারিত বর্ণ সমূহ লেখা, প্রথম থেকে ৭ম পর্যন্ত নির্ধারিত বাংলা লেখা দেয়া থাকবে অনুকরণ করে লিখতে হবে। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকগণতে নোটিশের মাধ্যমে অবগত করা হয়েছে।