জেনারেল শিক্ষা ক্বারিকুলাম:
সাধারণ শিক্ষা বিভাগ ঃ এই বিভাগ প্রচলিত জেনারেল শিক্ষা। এখানে প্লে-গ্রæপ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ক্লাস রয়েছে। এই বিভাগে তিনটি শাখা রয়েছে। ক. জুনিয়র শাখা, খ. প্রাথমিক শাখা। গ. নি¤œ মাধ্যমিক শাখা। জুনিয়র শাখায় প্লে-গ্রæপ থেকে কেজি শ্রেণি পর্যন্ত, প্রাথমিক শাখায় প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত এবং নিম্ন মাধ্যমিক শাখায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত। পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নিত করা হবে ইনশাআল্লহ। এই বিভাগে শিক্ষার্থীদেরকে জুনিয়র শাখায় নিজস্ব ক্বারিকুলাম, প্রাথমিক শাখায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধিনে- ইবতেদায়ী সিলেবাস ও মাধ্যমিক শাখায় দাখিল সিলেবাস (National Curriculumn- জাতীয় পাঠ্যক্রম) অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। সকল শাখায় জাতীয় পাঠ্যক্রম এর পাশা-পাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও দ্বীন শিক্ষায় পরিপুর্ণতা ও ২১শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে অতিরিক্ত আরবি ও ইংরেজি যুক্ত করা হয়েছে।