• Follow Us



Department of Cultural

কালচারাল বিভাগ:
পশ্চিমা ও পাশ্চাত্য আমাদের ধর্মীয় সাংস্কৃতি, পোশাকের সাংস্কৃতি, বিনোদনের সাংস্কৃতিক সহ জীবনের প্রতিটি পরতে পরতে যেভাবে আগ্রাসন চালিয়েছে- তাতে সুস্থ্য সাংস্কৃতি বলতে আমাদের সমাজে অবশিষ্ঠ কিছু নেই। আছে শুধু নোংরা, পচাঁ, অচল কিছু অপসংস্কৃতি। যা কেড়ে নিয়েছে আমাদের, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মান-মর্যাদা। সমাজকে উপহার দিয়েছে, অসম্মান, অপমান আর লাঞ্চনার গ্লানিভরা ক্ষণ। এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তির জন্যও প্রয়োজন সুস্থ্য সংস্কৃতির চর্চা। সুস্থ্য সংস্কৃতির চর্চার পরিবেশ তৈরি করার সামগ্রিক প্রয়াস চালিয়ে যাচ্ছে তাযকীরুল কুরআন একাডেমি। আসছে ২০২৫ সালে কালচারাল প্রোগ্রাম পরিচালনার জন্য : ‍" ইসলামিক সায়েন্স এন্ড কালচারাল একাডেমি" প্রতিষ্ঠিত হচ্ছে- ইংশাআল্লহ।