Tazkirul Quran Academy

-اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّكَ الَّذِىۡ خَلَقَ

Recite in the name of your Lord who created

আমাদের প্রতিষ্ঠান আপনার সন্তানকে জেনারেল শিক্ষার সাথে কুরআন, সুন্নাহ ও তারবিয়্যাহ প্রশিক্ষণের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে, ইন-শা আল্লাহ।

General Education
জেনারেল শিক্ষা, আল-কুরআন ও ইসলামি শিক্ষার সমন্বিত কারিকুলাম। প্লে গ্রুপ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত। বিস্তারিত

Hifzul Quran Education
হিফযুল কুরআন বিভাগে নূরাণী, নাযেরা, ও হিফয শাখার মাধ্যমে পবিত্র কুরআন হিফয সম্পন্ন করা হয়। বিস্তারিত

Cultural Education
পশ্চিমা ও পাশ্চাত্যের অপসংস্কৃতির আগ্রাসন থেকে সুস্থ্য সাংস্কৃতির বিকাশের জন্য সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা। বিস্তারিত

Welcome To TAZKIRUL QURAN ACADEMY

” দ্যা হলি কুরআন ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রকল্প (লার্নিং স্কুল)। যা সাধারণ শিক্ষা এবং আরবি শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি  শিক্ষা প্রতিষ্ঠান। এটি সাধারণ শিক্ষার সাথে ইসলামিক মূল্যবোধের সমন্বয় করে হিফযুল কুরআন, কুরআনিক ল্যাঙ্গুয়েজ, হাদীস ও তারবিয়্যাহ প্রশিক্ষণের মাধ্যমে 21 শতকের চ্যালেঞ্চ মোকাবেলার যোগ্যতা অর্জনে আপনার পরিবার কে আমন্ত্রণ।

অনুগ্রহ করে আমাদের পরিচিতি মূলক ভিডিওটি দেখুন। আমাদের দৃষ্টিভঙ্গি এবং কারিকুলাম সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন৷ “তাযকীরুল কুরআন একাডেমি” দীর্ঘ  ৮ বছরের পথা চলা শেষ করছে আলহামদুলিল্লাহ। ২০২৬ শিক্ষা বর্ষে ৯ম বছরের পথ চলা শুরু করবে ইন-শা আল্লাহ। তাই  প্রতিষ্ঠার ৯ম বছরে আপনার সন্তানের নৈতিকতা সম্পন্ন সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের প্রতিষ্ঠান পরিদর্শনে তাযকীরুল পরিবার আপনাকে স্বাগত জানায়।

OUR MAIN COURSES

DETAIL OUR MAIN COURSES

1703384516-1061535488658795c4237e0!IMG_20231223_105857 (1)

Department of General Education

1703384516-1061535488658795c4237e0!IMG_20231223_105857 (1)

Department of Hifzul Quran

1703384516-1061535488658795c4237e0!IMG_20231223_105857 (1)

Department of Cultural Education

01 (1)

নূরানী শিক্ষা কোর্স

আরবি বর্ণমালা, হরকত, দোয়া ও ছোট সূরা শেখানো হয়।

01 (1)

হিফজুল কুরআন প্রোগ্রাম

পুরো কুরআন মুখস্থ করানো হয় নিয়মিত রিভিউ ও পর্যালোচনার মাধ্যমে।

01 (1)

সাংস্কৃতিক শিক্ষা ও আদর্শচর্চা

নাটিকা, হামদ-নাত, চিত্রাঙ্কন, বিশেষ দিবস উদযাপন ও বক্তৃতা প্রতিযোগিতা।

01 (1)

নজেরা কুরআন শিক্ষা

সঠিক তাজবিদসহ পূর্ণ কুরআন তেলাওয়াত শেখানো হয়।

01 (1)

সাধারণ শিক্ষা (প্লে–৮ম শ্রেণি)

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইসলাম শিক্ষা ও সক্রিয় ইংরেজি

WELCOME TO DEPARTMENT OF HIFZUL QURAN

Nurani Group
নূরাণী বিভাগ
(কুরআন ও তাজবীদ বিভাগ)

এই বিভাগে নূরাণী অর্থাৎ আরবি হরফ, হরকত, যুক্তবর্ণ পড়া ও লেখা, তিলাওয়াতের জন্য জরুরী তাজভীদ সমূহ, মাসনুন দোয়া, প্রয়োজনীয় মাসআলাহ, সলাতের জন্য প্রয়োজনীয় সুরা-ক্বিরাত, দোয়া হাদীস সহ প্রয়োজনীয় শিক্ষা দেয়া হয়। এই বিভাগ সফলভাবে সমাপ্ত করতে পারলে শিক্ষার্থী সহীহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করতে পারবে ইংশাআল্লাহ। প্রতিটি বিভাগে শিক্ষার্থীকে কুরআনের পাশাপাশি জেনারেল বিভাগে শ্রেণি ভিত্তিক বাধ্যতামূলক লেখাপড়া করতে হবে।

Nazera Group
নাযেরা বিভাগ
(দ্রুত পঠন বিভাগ)
নূরাণী বিভাগ সফলভাবে সম্পন্ন হলে শিক্ষার্থীদেরকে নাযেরা বা দ্রুত পঠন বিভাগে উত্তীর্ণ করা হয়। এই বিভাগে প্রথমেই পবিত্র কুরআনের ৩০ নম্বর পারা (আমপারা) পড়ানো হয়। এবং ছোট ছোট সব সুরাগুলো মুখস্ত করাসহ তাজভীদগুলো ঠিক সঠিকভাবে ব্যবহার করা শেখানো হয়। ৩০ নম্বর পারা শেষ হলে পবিত্র কুরআনের বাকি ২৯ পারা পর্যায়ক্রমে পড়ানো হয়। ৩০ নম্বর পারা হিফয করানো হয়। সফলভাবে কয়েকবার নাযেরা শেষ করলে ও ৩০ নম্বর পারা সফলভাবে হিফয করলে এবং হিফয বিভাগে পড়ার উপযোগী হলে, পরবর্তী বিভাগে উত্তীর্ণ করার পূর্বে শিক্ষার্থী ও অভিভাবকের সংগে আলোচনা করা হয়। আলোচনা শেষে অভিভাবক ও শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে হিফয বিভাগে প্রোমোশন দেওয়া হয়। প্রতিটি বিভাগে শিক্ষার্থীকে কুরআনের পাশাপাশি জেনারেল বিভাগে শ্রেণি ভিত্তিক বাধ্যতামূলক লেখাপড়া করতে হবে।
Hifzul Quran

হিফয ও শুনানী বিভাগ

এই বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে পবিত্র কুরআনের ৩০ পারা সম্পর্ণ হিফয করানো হয়। হিফয শেষে শুনাণী বিভাগে উত্তীর্ণ হয় এবং পর্যায়ক্রমে ৩০ পারা কুরআন মুখস্থ শোনা হয়। শুনানীতে অন্য যে কোন প্রতিষ্ঠান থেকে হিফয শেষ করা শিক্ষার্থীরা শুনাতে পারে। এই বিভাগে ছাত্রদের পড়ার শুদ্ধতার মানবৃদ্ধি, দ্রুত কুরআন খতম, প্রতিযোগিতায় অংশগ্রহনের প্রস্তুতি সহ আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহনের ব্যবস্থা করা হয় । (ইনশাআল্লাহ)
একটি হাদীস
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, (কিয়ামতের দিন) কুরআনের হাফেযকে বলা হবে কুরআন পড়ে যাও, আর ওপরে উঠতে থাক, ধীর-স্থিরভাবে তারতীলের সাথে পাঠ কর, যেমন দুনিয়াতে তারতীলের সাথে পাঠ করতে। কেননা তোমার অবস্থান সেখানেই হবে, যেখানে তোমার আয়াত পড়া শেষ হবে।

এক নজরে একাডেমি পরিচিতি

সংক্ষিপ্ত পরিচিতি ভিডিও (ইচ্ছা করলে), নইলে পোস্টার ইমেজ।

ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়

আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা

নিয়মিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন

অভিজ্ঞ ও নৈতিক শিক্ষকমণ্ডলী

২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিং

হিফজ ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

ক্লাস রুটিন ও তত্ত্বাবধান

শিক্ষকগণ সরাসরি শিক্ষার্থীদের ক্লাস পরিচালনা করেন

শিক্ষকগণ শ্রেণিকক্ষে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান করেন।তারা পাঠ্যসূচি অনুযায়ী বিষয়বস্তু ব্যাখ্যা করেন এবং উদাহরণসহ বুঝিয়ে দেন।শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে জ্ঞান অর্জনে সহায়তা করেন।তারা শিক্ষার্থীদের অনুশীলন ও মূল্যায়নের মাধ্যমে শেখার অগ্রগতি নিরীক্ষণ করেন।শিক্ষার পরিবেশ আনন্দদায়ক ও ফলপ্রসূ করতে শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অভিভাবকের সঙ্গে নিয়মিত অগ্রগতি রিপোর্টিং

শিক্ষকগণ শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি নিয়মিতভাবে অভিভাবকদের জানিয়ে থাকেন।রিপোর্টিংয়ের মাধ্যমে অভিভাবকরা সন্তানের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানতে পারেন।এটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে সহায়তা করে।শিক্ষার্থীর উন্নতির জন্য করণীয় পদক্ষেপ গ্রহণে অভিভাবকদের মতামত নেওয়া হয়।নিয়মিত অগ্রগতি রিপোর্টিং শিক্ষার্থীর শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শ্রেণিভিত্তিক সময়সূচি ও মূল্যায়ন

শ্রেণিভিত্তিক সময়সূচি অনুযায়ী প্রতিটি বিষয় নির্দিষ্ট সময়ে পড়ানো হয়।সময়সূচি শিক্ষার্থীদের নিয়মিত ও সুশৃঙ্খলভাবে শিক্ষাগ্রহণে সহায়তা করে।নির্ধারিত সময়ে পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হয়।এই মূল্যায়ন শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে উন্নয়নের পথ নির্দেশ করে।শ্রেণিভিত্তিক সময়সূচি ও মূল্যায়ন শিক্ষার মান বজায় রাখতে সহায়ক।

ভর্তি প্রক্রিয়া

ভর্তি প্রক্রিয়া নির্দিষ্ট সময় অনুযায়ী আবেদন গ্রহণের মাধ্যমে শুরু হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত ফি প্রদান করে চূড়ান্তভাবে ভর্তি সম্পন্ন করা হয়।

1

ভর্তি ফরম পূরণ ও যোগাযোগ

2

একাডেমিক মূল্যায়ন ও শ্রেণি নির্ধারণ

3

ভর্তি নিশ্চিত করে ক্লাস শুরু

আমাদের ইভেন্ট

“তাজকিরুল কুরআন একাডেমি তে বর্তমানে কোনও লাইভ ইভেন্ট পরিচালনা করা হয় না। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজয় দিবস, শহীদ দিবস, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানসমূহ শুধুমাত্র অফলাইনে ক্যাম্পাসে আয়োজিত হয় এবং গ্যালারিতে প্রকাশ করা হয়।”

Image Gallery

Video Gallery

শিক্ষার্থী
1 +
শিক্ষক
10 +
1 +

বছর

স্কুল
1 +
স্টাফ
1 +

FAQ

Frequently Asked Questions

এটি কি মাদ্রাসা না স্কুল?

এটি একটি হিফযুল কুরআন সংযুক্ত ক্যাডেট মাদ্রাসা।

কত সালে প্রতিষ্ঠিত হয়?

২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়।

এখান থেকে কি হিফয করা যায়?

জি, এখান থেকে আপনার সন্তান হিফয করতে পারবে।

এখানে কি বাংলা ইংরেজি ও গণিত পড়ানো হয়?

জি, এখানে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান সহ সকল জেনারেল বিষয়ে শ্রেণি ভিত্তিক নিয়মিত ক্লাস ও লেখা পড়া হয়।

এখানে কি হিফয পড়া অবস্থায় জেনারেল পড়ানো হয়?

জি, হিফয পড়া অবস্থায়ও জেনারেল পড়ানো হয়।

হিফযসহ কি জেনারেল একসাথে পড়তে পারে?

জি, নিয়মতান্ত্রিকভাবে রুটিন মেনে শিক্ষার্থী নিয়মিত ক্লাস করলে একসাথে পড়া সম্ভব।

এখান থেকে কি কোন ছাত্র হাফেয হয়েছে?

আলহামদুলিল্লাহ: এখান থেকে অনেকেই হাফেয হয়েছে।

তাদের কত দিন লেগেছে?

সময়টা শিক্ষার্থীর মেধা, পরিবারের আন্তরিকতা, মনোযোগ ইত্যাদির উপর নির্ভরশীল। তবে মাত্র ১৭ মাসে টোটাল নুরানী, নাযেরা ও হিফয করার নজির রয়েছে এখান থেকে।

কোন ক্লাসে হিফয শেষ হয়েছে?

সবার হিফয- ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির মধ্যে শেষ হয়েছে।

এখানকার শিক্ষকরা কি পাস?

এখানকার শিক্ষকগণ সকলে স্নাতোকোত্তর পাস। কোন শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয় না।

এখানে কি মেয়েদের আবাসিক আছে?

না, মেয়েদের আবাসিক নাই।

এটি কি প্রাইভেট প্রতিষ্ঠান?

জি, এটি একটি সম্পূর্ণ প্রাইভেট প্রতিষ্ঠান । যা শিক্ষার্থীদের টিউশন ফি দিয়ে চলে। কোন রকম যাকাত ফেতরা বা অনুদান গ্রহণ করা হয় না।

এখানে পড়া শেষ হলে কোথায় ভর্তি হতে পারবে?

এখানে পড়া শেষ করে বাংলাদেশে যে কোন মাদ্রাসা/ স্কুলে ভর্তি হতে পারবে।

এখানে পড়া শেষ করে বাংলাদেশে যে কোন মাদ্রাসা/ স্কুলে ভর্তি হতে পারবে।

এখানে পড়া শেষ করে বাংলাদেশে যে কোন মাদ্রাসা/ স্কুলে ভর্তি হতে পারবে।

এখানে কোন ক্লাস থেকে আবাসিক রাখা যায়?

ক্লাস নয়- বরং কোন শিক্ষার্থী যদি- একা একা, প্রসাব-পায়খানা, খাবার গ্রহণ, গোসল ও রাতে একা ঘুমাতে পারে তাকে আবাসিকে রাখা যাবে।